আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন, যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারই ধারাবাহিকতায় ২০০৮ সাল থেকে গরীব, মেধাবী তরুন-তরুনী ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তরুন সাংবাদিক শাওন খন্দকার শাহিন। তিনি সাংবাদিকতার পাশাপাশি তার পরিচালনায় তিলে তিলে গড়ে তুলেন, শাহিন ইনফরমেশন টেকনোলজি (শাহিন আইটি) । এরপর মাধবদী পৌর শহরে ২০১২ সালে এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট নামে দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের পথ চলা শুরু হয়। ‘অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং ও ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন মেয়াদী কর্মমুখী মানুষকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণে বিশেষ ভুমিকা রাখায় ২০২২ সালে সরকারি ভাবে নিবন্ধিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানন্ত্রীর কার্যালয় (যা প্রধান উপদেষ্টার কার্যালয়) এর আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক নিবন্ধিত ও সনদ প্রাপ্ত 'এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট' মাধবদী- নরসিংদী।